মানুষের বয়স বাড়ে; নিজের ভিতরে
ভীষণভাবে সংকোচ বাড়ে,
দ্বিধায় চেনা পথ ধরে কখনো কখনো
বা হাঁটেও না।
এই যে এভাবে বড় হতে হতে সংকুচিত
হয়ে কুঁকড়ে যাওয়া
সীমানা ছোট হতে হতে বন্দি হয়ে যাওয়া
কী দিয়ে বলো এই দুর্বিপাক ঠেকানো
যায়।
কতো আর এই রক্ত-তিলকে তপ্ত
প্রনাম!
জীবনের কাছে জন্ম কি তবে প্রতারনাময়?
এতো ক্ষয়, এতো ভুল জ’মে ওঠে বুকের
বুননে,
এই আঁখি জানে, পাখিরাও জানে কতোটা
ক্ষরন
কতোটা দ্বিধায় সন্ত্রাসে ফুল ফোটে না
শাখায়।
____________রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
আছে তো তার পরে বারো মাস–
উঠিবে কত কথা, কত হাস।
আসিবে কত লোক, কত-না দুখশোক,
সে কথা কোনখানে পাবে নাশ–
জগৎ চলে যাবে বারো মাস।।
__________রবীন্দ্রনাথ ঠাকুর
কি যেন কী একটা আড়াল হয়ে যায়
কী যেন একটা চাপা পড়ে যায়।
নড়ে উঠে আড়ালে অন্ধকারে- নিমেষে
শূন্য নিমেষেই হাওয়া!
কেন খেয়ালে করো না এই তমসা ভোর
করো না আমায় দীপ্তিময়;
কেন যে দেখাও না আলো সূর্যের দাপুটে
স্বভাবে।
বাংলাদেশে একজন ভারতের দালালকেও আজ অবধি জয় হিন্দ স্লোগান দিতে শুনলাম না।
অথচ আমার দেশের ত্রিশ লক্ষ মানুষ
হত্যাকারী দেশ পাকিস্তান,
সে দেশ নিয়ে বাংপাকিদের সকাল সন্ধ্যা
পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতে দেখি।
তারপরও ওরা দেশ প্রেমিক আর ওদের
বিরুদ্ধে বললে আপনি ভায়তীয় দালাল!
বাংলাদেশে একজন ভারতের দালালকেও আজ অবধি জয় হিন্দ স্লোগান দিতে শুনলাম না।
অথচ আমার দেশের ত্রিশ লক্ষ মানুষ
হত্যাকারী দেশ পাকিস্তান,
সে দেশ নিয়ে বাংপাকিদের সকাল সন্ধ্যা
পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতে দেখি।
তারপরও ওরা দেশ প্রেমিক আর ওদের
বিরুদ্ধে বললে আপনি ভায়তীয় দালাল!
৩০ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত মাটিতে
দাঁড়িয়ে রাজাকাররা সর্গবে স্লোগান দিচ্ছে
তারা রাজাকার, জঙ্গিরা গর্বভরে স্লোগান
দিচ্ছে তারা জঙ্গি।
শেখ হাসিনা এই স্বাধীনতা এতকাল দমিয়ে
রেখেছিল।
আপনি রাজাকার আপনি জঙ্গি ধর্ষনকারী
ছিনতাইকারী খুনি যদি গর্বভরে না'ই
বলতে পারেন তাহলে কীসের স্বাধীনতা!
10K Followers 327 Followingহয়তো একদিন চলে যাব না ফেরার দেশে সবাইকে ছেড়ে.!কিন্তু এই ব্যর্থ জীবনে বড় একটা কষ্ট রয়ে গেল.
কিছুই করতে পারলাম না জীবনে। না পাইলাম ইহুকাল.? আর না পাব পরকাল.?
30K Followers 139 Followingমানুষ সবার কাছে অচেনা ভাবে আসে,চরিত্রের গুণে মানুষ সবার চোখে ভাসে #Welcome🤝 Don't take my tweets seriously.Nothing to do with personal life
189 Followers 590 FollowingI’m not arrogant; I’m just aware of my worth. 💎
My attitude is made of emotions, unfiltered and authentic. 💥
I’m not average; I’m awesome, and I won’t settle
90 Followers 783 FollowingRohingya youth | Dreaming of a better future | Believer in humanity
20 years old | Simple boy with big dreams | Love & respect for all
Refugee from Myanmar,..
729 Followers 149 Followingজীবনে কিছু শিখি... আর নাই বা শিখি গোপনে দীর্ঘশ্বাসটা ছাড়া ঠিক শিখেছি... ঐশ্বরিক ক্ষমতা যে আামার নাই সাধারন হয়ে জম্মেছি এভাবেই থাকতে চাই....!
0 Followers 89 Followingহয়তো একদিন চলে যাব না ফেরার দেশে সবাইকে ছেড়ে.! কিন্তু এই ব্যর্থ জীবনে বড় একটা কষ্ট রয়ে গেল. কিছুই করতে পারলাম না জীবনে। না পাইলাম ইহুকাল.? আর না পাব পরকাল.?
4.6M Followers 355 FollowingProthom Alo is the most-read newspaper in Bangladesh. The online portal of Prothom Alo is the most visited Bengali website in the world. #ProthomAlo
10K Followers 327 Followingহয়তো একদিন চলে যাব না ফেরার দেশে সবাইকে ছেড়ে.!কিন্তু এই ব্যর্থ জীবনে বড় একটা কষ্ট রয়ে গেল.
কিছুই করতে পারলাম না জীবনে। না পাইলাম ইহুকাল.? আর না পাব পরকাল.?
30K Followers 139 Followingমানুষ সবার কাছে অচেনা ভাবে আসে,চরিত্রের গুণে মানুষ সবার চোখে ভাসে #Welcome🤝 Don't take my tweets seriously.Nothing to do with personal life
107K Followers 1 Following✍️ Dub, caption and translate videos and audio at https://t.co/7FRVGWMZla
🤖 Tag @TranslateMom + target language
📈 Over 1 million hours translated
24K Followers 5K FollowingLots Of Love and Light 💞 💞
To all living beings
No Porn Plz 🚫
Don't interested in WhatsApp ,Line and Telegram Plz 🙏🙏
A Humble and happily married man
346K Followers 39 Followingভয়েস অফ আমেরিকা-বাংলা ১৯৫৮ সাল থেকে সংবাদ পরিবেশন করে আসছে। সত্য ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সর্ব সাম্প্রতিক খবর জানতে আমাদের সাথে থাকুন।
3K Followers 89 Followingএকটি সংসার সাজায়ে কয়েকটি ফুল রেখে দিয়ে যাব করিয়া মধুর, কয়েকটি কাটা করি দিবো দূর, তারপর ছুটি নেবো! #ভ্রমণ_পিপাসু😊 #কফি+আইসক্রিমের_আসক্ত😞 #ঝগড়া♡(O+🩸)
679 Followers 74 Followingমানুষের সাথে মানুষের সম্পর্ক হওয়া উচিৎ খোলা আকাশের মতো।
Bike Lover
B(+ve).
#Medical_professional | Dep: #Biochemistry | #Biker
#BDTwitterUser
7K Followers 270 FollowingI am Proud to be a Muslim & Bangladeshi. Humanitarian Worker.
Alhamdulillah(الحمد لله): All Praise and Thanks Belong be to Allah.
25.6M Followers 1K FollowingTop and breaking news, pictures and videos from Reuters. For breaking business news, follow @ReutersBiz. Our daily podcast is here: https://t.co/KO0QFy0d3a
42.1M Followers 17 FollowingNews, features and analysis from the World's newsroom. Breaking news, follow @BBCBreaking. UK news, @BBCNews. Latest sports news @BBCSport
3K Followers 20 Followingএ শহর আমার কল্পনা আর নীরবতার কোলাহলের শহর। এ শহর ব্যস্ততার দূরবীনে ছুটে চলা নগরীর নাগরিক ঢেউয়ের মিছিলে ভেসে যাওয়া এক খন্ড নস্টালজিক যন্ত্রণার No man's land.
No recent Favorites. New Favorites will appear here.